জেলা

টার্গেট ২০২১-এর নির্বাচন, দক্ষিণেশ্বরের মন্দির থেকে মমতাকে নিশানা অমিত শাহের

আজ সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণেশ্বর মন্দিরের দাঁড়িয়ে তিনি বলেন বাংলায় তুষ্টিকরণ রাজনীতি চলছে। টার্গেট ২০২১ এর নির্বাচন। দুদিনের বাংলা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন তিনি। আজ তার একাধিক কর্মসূচি রয়েছে। মন্দিরে ঢোকার মুখে অভ্যর্থনা জানিয়ে ছিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল। শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েই অমিত শাহ তার দ্বিতীয় দিনের জন্য কর্মসূচি শুরু করেন। সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয় , দিলীপ ঘোষ , মুকুল রায় , অনুপম হাজরা সহ অন্যরা। মা ভবতারিণী সামনে নিজের হাতেই আরতী করেন অমিত শাহ। তারপর অমিত শাহ বলেন বাংলার এই পবিত্র ভূমি রামকৃষ্ণ প্রণবানন্দ ঠাকুর স্বামী বিবেকানন্দ শ্রী অরবিন্দের। কিন্তু এখানে তুষ্টিকরণ রাজনীতি চলছে। এতে বাংলার গৌরব ক্ষুন্ন হচ্ছে। আধ্যাত্মিক ও ধর্মীয় চেতনায় দেশের শীর্ষে ছিল বাংলা। সেই গৌরব আবার ফিরিয়ে আনতে হবে।রাজ্যবাসীকে বিচার-বিবেচনার উপর বিশেষ নজর দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানায় দক্ষিণেশ্বর মন্দির থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আমি বাংলার জনগণকে আহ্বান জানাই যে, আধ্যাত্মিক ও ধর্মীয় চেতনা কেন্দ্রস্থল বাংলার গৌরব ফিরে পাওয়ার জন্য, আপনারা সচেতন হোন এবং নিজ নিজ দায়িত্ব পালন করুন।