কলকাতা

‘রাজ্যে এখনই প্রয়োজন নেই ৩৫৬ ধারার, লড়াই চালিয়ে যেতে হবে, যারা আন্দোলন করতে ভয় পান, তাঁরা চুপ করে ঘরে বসে থাকুন’, বার্তা শাহের

‘নির্বাচিত সরকারকে অগণতান্ত্রিকভাবে ফেলে দেওয়া যায় না’। রাজ্যে ৩৫৫ বা ৩৫৬ ধারা লাগুর আর্জি খারিজ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপির নেতাদের বার্তা দিলেন, ‘লড়াই চালিয়ে যেতে হবে। আবার শূন্য থেকে শুরু করুন। কেউ মনোবল হারাবেন না’। উত্তরবঙ্গ থেকে ফিরে এদিন প্রথমে কাশীপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাশীপুর থেকে সরাসরি নিউটাউনের বেসরকারি হোটেলে পৌঁছন। প্রথমে ঠিক ছিল সাংগঠনিক পদাধিকারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন তিনি। শেষ পর্যন্ত  সময়াভাবে একইসঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর বৈঠকে বিধানসভা ভোটের পর বঙ্গ বিজেপির অন্দরে যে

৩৫৬ বা সিবিআই দাওয়াই নয়, সংগঠন গড়ে তৃণমূলকে মোকাবিলা করুন

ডামাডোল চলছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অমিত শাহ। বাংলায় দলের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের উদ্দেশে বলেন, ‘বিরোধী দলে থাকলে অনেক কিছু সহ্য করতে হয়। আমার বিরুদ্ধেও ৫০টির মতো মামলা রয়েছে। কিন্তু মামলার ভয়ে ঘরে বসে থাকলে চলবে না। লাগাতার আন্দোলনে থাকতে হবে। যারা আন্দোলন করতে ভয় পাবেন, তাঁরা ঘরে চুপ করে বসে থাকুন।’ রাজ্যে একের পর মামলায় সিবিআই তদন্ত নিয়ে মাত্রাতিরিক্ত উল্লসিত না হতেও পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর বৈঠকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিবিআই নিজেদের মতো তদন্ত করবে। তা নিয়ে আমাদের আনন্দিত হওয়ার কিছু নেই। লাগাতার  আন্দোলনের রাস্তায় থাকতে হবে।’