নাগরিকত্ব সংশোধনী আইন, কৃষক আন্দোলন নিয়ে দেশে বিতর্কের ঝড় বইলেও মুখে রা কাড়েননি অমিতাভ বচ্চন। যার ফলে নেটা নাগরিকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। অবশেষে আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে মুখ খুললেন তিনি। মোদি সরকারের জমানায় দেশে নাগরিকদের নির্ভয়ে চলাফেরা ও মতপ্রকাশের স্বাধীনতা যে প্রশ্নের মুখে তা উল্লেখ করে বলেন, ‘স্বাধীন ভারতে আজ নাগরিকদের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।’ এদিন ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। মঞ্চে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, শাহরুখ খান। ভাষণে তিন বছর বাদে কলকাতা চলচ্চিত্র উৎসবে আসতে পেরে তিনি যে খুশি তা লুকাননি বিগ বি। স্বাধীনতার আগে ব্রিটিশ সেন্সরশিপের কাঁচি উপেক্ষা করে কীভাবে চলচ্চিত্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালিয়েছিল তা তুলে ধরেন। তার পরেই সবাইকে অবাক করে দিয়ে তিনি বলেন, ‘আজকের মঞ্চে আমার যে সব সহকর্মীরা বসে রয়েছে তারা একমত হবেন যে আজ দেশে নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে এবং গেরুয়া শিবিরের পক্ষ থেকে ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে সেই প্রসঙ্গেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন বিগ বি।