দেশ

অমৃত ভারত স্টেশন প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

আজ গোটা দেশে ৫০৮টি স্টেশনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে রয়েছে বাংলার ৩৭টি স্টেশন। শিয়ালদা, আলুয়াবাড়ি রোড জংশন, চাঁদপাড়া, শান্তিপুর, বেথুয়াডহরি, বহরমপুর, ব্যারাকপুর, কৃষ্ণনগর, অণ্ডাল, বিন্নাগুড়ি, বোলপুর, দলগাওঁ, ডালখোলা, ধূপগুড়ি, দিনহাটা, ফালাকাটা, হলদিবাড়ি, হাসিমারা, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড,  কালিয়াগঞ্জ, কামাখ্যাগুড়ি,  মালদা টাউন, নিউ আলিপুরদুয়ার, সামসি, পাণ্ডবেশ্বর, নিউ মাল জংশন, নিউ ফারাক্কা, শেওড়াফুলি, তারকেশ্বর, বর্ধমান, রামপুরহাট, অম্বিকা, কালনা, নবদ্বীপ, কাটোয়া এবং আজিমগঞ্জ স্টেশনকে সাজানো হবে অত্যাধুনিক ভাবে।   ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, শিয়ালদা স্টেশনকে ঢেলে সাজানোর জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আসানসোলের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৩১ কোটি টাকা। মালদা টাউন পাচ্ছে ৪৩ কোটি টাকা। ২০২৪ সালের ৩১ মার্চের মধ্যে এই স্টেশন তৈরির কাজের প্রথম পর্যায়ের কাজ শেষ করতে হবে বলে জানা গিয়েছে। শিয়ালদা ও হাওড়া ডিভিশনের একাধিক স্টেশনের মান উন্নয়ন করে তা ঢেলে সাজানো হবে। এই আবহে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য।