কোভিডে আক্রান্ত বিশিষ্ট অর্থনীতিবিদ তথা নোবেলজয়ী ব্যক্তিত্ব অমর্ত্য সেন। শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই আইসোলেশনে রয়েছেন অমর্ত্যবাবু। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, গত ১ জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন অমর্ত্য সেন। কিন্তু এখন নতুন করে আবার কোভিডের বাড়বাড়ন্তের জন্য সেখানে কারও সঙ্গে দেখাসাক্ষাৎ করছেন না অমর্ত্যবাবু। শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল তাঁর। কিন্তু, কোভিডে আক্রান্ত হওয়ার পরে যাবতীয় পরিকল্পনা বাতিল করা হয়। ৮৮ বছরের এই অর্থনীতিবিদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই উদ্বিগ্ন শুভাকাঙ্খিরা। তবে এখনও তাঁর আরটি-পিসিআর টেস্টের ফলাফল প্রকাশ্যে আসেনি। তবে সূত্রে জানা গিয়েছে, বয়সজনিত কিছু সমস্যা অমর্ত্যবাবুর রয়েছে। তাই তাঁর দিকে কড়া নজরদারি চালাচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি তাঁর শারীরিক পরিস্থিতির ওপরেও তীক্ষ্ণ নজরদারি চালানো হচ্ছে। কোনও কারনে তার পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে তাঁকে যাতে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত কলকাতায় আনা যায় সেই ব্যবস্থা রাজ্য সরকারের তরফে রাখা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কিন্তু অমর্ত্যবাবুর এই কোভিড আক্রান্তের ঘটনা সামনে আসতেই বাংলাজুড়ে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নানা মহল থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। সূত্রের খবর, অমর্ত্যবাবুর কোভিড আক্রান্তের খবর পেয়ে উদ্বিগ্ন তাঁর ‘বোন’ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।