ফের দুধের দাম বাড়াল আমূল। শুক্রবার সকালে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি লিটার দুধের দাম বাড়ছে তিন টাকা। এদিন সকাল থেকেই কার্যকর করা হয়েছে নয়া দাম। উৎপাদন খরচ বেড়ে যাওযাতেই সাধারণ মানুষের কাছে অপরিহার্য দুধের দাম বাড়ানো হয়েছে। যদিও বাজার বিশেষজ্ঞদের মতে, মুনাফা লুটতেই দুধের দাম বাড়ানোর পথে হেঁটেছে দেশের অন্যতম দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।