দেশ

মোদি-জগনমোহনের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে দেখা করলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ততা ওয়াইএসআরসিপি সুপ্রিমো জগনমোহন রেড্ডি। আর তার এই সাক্ষাতেই রাজনৈতিক মহলের অন্দরে গুঞ্জন উঠতে শুরু করেছে যে, এবার সম্ভবত এনডিএ-তে আনুষ্ঠানিকভাবেই যোগ দিতে চলেছে জগনের দল। গত ২৩ এবং ২৪ সেপ্টেম্বর অমিত শাহের সঙ্গেও দেখা করেছিলেন জগন। কূটনৈতিক মহলের মতে, শিবসেনা এবং অকালি দলের মতো শক্তিশালী এবং পুরনো সঙ্গী এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই জোটের হাত শক্ত করতে আরও কিছু আঞ্চলিক দলের প্রয়োজন বিজেপির। যার ফলে রাজ্যসভায় তাদের ক্ষমতা বাড়ে। এবং যেহেতু জগন বরাবরই কংগ্রেস বিরোধী এবং এনডিএ ঘনিষ্ঠ সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে এনডিএ-তে যোগ দিতে তার অসুবিধা হবে না। বদলে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হতে পারেন ওয়াইএসআরসিপি-র সাংসদরা। এবং এর ফলে পবন কল্যাণকে এবং চন্দ্রবাবু নাইডুকেও চাপে রাখতে পারবেন জগন মোহন। গতবছরই বিজেপিতে যোগ দিয়েছিলেন পবন কল্যাণ। এবং গত লোকসভা এবং বিধানসভা ভোটে ধরাশায়ী হওয়া নাইডুও এর ফলে পিছু হঠতে পারেন।
জগনের মোদির সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে নাইডু কটাক্ষ করে বলেছেন, নিজের বিরুদ্ধে ঝুলে থাকা দুর্নীতি মামলা ধামাচাপা দিতেই এনডিএ-তে যেতে চাইছেন জগন। জগন অবশ্য এনডিএ-তে যোগদানের কথা প্রায় উড়িয়ে দিয়েছে।