দেশ

অন্ধ্রপ্রদেশে যাত্রী বোঝাই বাস উলটে পড়ল খালে, মৃত ৭, আহত ১২

অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় বিয়ে বাড়ির যাত্রী বোঝাই বাস উলটে পড়ল খালে। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে সাত জনের। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। আহত হয়েছেন অন্ততপক্ষে ১২ জন। মঙ্গলবার ভোর রাতে বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে বাসে চেপে রওনা দিয়েছিল অতিথিরা। প্রকাশম জেলার কাকিনাড়া থেকে পডিলির দিকে যাওয়ার পথেই সাগর খালে আচমকাই উলটে পড়ে বিয়ের অতিথি বোঝাই বাস। দুর্ঘটনাগ্রস্থ বাসে অন্তত পক্ষ ৩৫ থেকে ৪০ জন যাত্রা করছিল বলে জানিয়েছেন পুলিশ।