বিনোদন

প্রকাশ্যে এল ‘মির্জা’র টিজার

প্রকাশ্যে এল ‘মির্জা’র টিজার। চলতি বছরে যে অঙ্কুশ বড়সড় চমক দিতে চলেছেন তার আভাস আগেই দিয়েছিলেন। এবার দুমিনিটে ঝলকে তা এক্কেবারে পরিষ্কার হয়ে গেল। শুধু অঙ্কুশ নন, ঝলকে চমক দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, ঐন্দ্রিলা সেন ও সোয়েব কবীরের মতো অভিনেতারা। অঙ্কুশের হাত ধরে টলিউড যে নতুন কিছু পেতে চলেছে তার আভাস মিলল টিজারেই।