কলকাতা

চিকিৎসকদের কর্মবিরতি, ফের বিনা চিকিৎসায় আরজিকরে যুবকের মৃত্যুর অভিযোগ

ফের বিনা চিকিৎসায় আরজি করে যুবকের মৃত্যুর অভিযোগ উঠল। সূত্রের খবর, বাইক দুর্ঘটনায় আহত হয় যুবক। মৃত বিক্রম ভট্টাচার্য কোন্নগরের বাসিন্দা ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, দুপুর ১২ টার সময় আরজি করে আনা হয় বিক্রমকে। তারপর প্রায় তিন ঘণ্টা বিনা চিকিৎসায় পড়ে ছিল আহত যুবক। হাসপাতালে থেকে জানানো হয়, চিকিৎক নেই তাই পরিষেবা দেওয়া যাবে না। সঠিক সময় চিকিৎসা না পেয়ে মৃত্য হয় যুবকের। এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। পরিবার সূত্রের খবর, বাইক দুর্ঘটনায় আহত হন বিক্রম ভট্টাচার্য। তাকে প্রথমে শ্রীরামপুরের এক হাসপাতালে নিয়ে হয়। সেখান থেকে আহত যুবককে রেফার করা হয় আরজি কর হাসপাতালে। কিন্তু আরজি করে নিয়ে এলে কর্তৃপক্ষের তরফে জানানো হয় চিকিৎসক নেই পরিষেবা মিলবে না। রোগীর পরিবারকে বলা হয় বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে। তারা জানান বেসরকারি হাসপাতালে অনেক খরচ হবে। সেই টাকা তাদের কাছে নেই। বিনা চিকিৎসায় তিন ঘণ্টা পড়ে থাকার পর মৃত্যু কোলে ঢোলে পড়েন আহত ওই যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে হাসপাতালে। আরজি করের প্রতিবাদে কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। তার জেরে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবাও। মানুষের স্বার্থে সুপ্রিম কোর্ট থেকে মুখ্যমন্ত্রী কাজে যোগ দিতে আর্জি জানিয়েছেন ডাক্তারদের। তারপরও আন্দোলনে অনড় ডাক্তাররা। সেই আরজি করেই শুক্রবার বিনা চিকিৎসাতে মৃত্য হল যুবকের। হয় তো এই যুবকও চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে রাত দখলে রাস্তায় নেমে ছিল। আজ তাকেই চলে যেতে হল বিনা চিকিৎসাতে। আজ এই বিচার চাইছে সদ্য সন্তান হারা মা। সেও চাইছে বিনা চিকিৎসায় ছেলের মৃত্যুর বিচার।