বিদেশ

হিজাব বিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২০ বছরের হাদিস নাজাফি

হিজাব বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। রাজধানী তেহরানের রাস্তায় চলছে তুমুল বিক্ষোভ। নীতি পুলিশের হেপাজতে মাহসা আমিনির মৃত্যুর পর তা আরও তীব্র হয়েছে। তাঁর মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছে দেশটির বহু সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা। হিজাব-বিরোধী মিছিলে যোগ দিয়েছিলেন ২০ বছরের হাদিস নাজাফি। ইরানের নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। সূত্রের খবর, প্রথমে তাঁকে ব্যাপক মারধর করা হয়। এরপর তাঁর মুখ, বুক ও ঘাড়ে ছ’বার গুলি চালানো হয়। বিক্ষোভ যত তীব্র হচ্ছে ইরান সরকার দমনপীড়নের মাত্রাও ততই বাড়াচ্ছে। সেদেশের মানবাধিকার কমিশন জানিয়েছে, হিজাব বিরোধী আন্দোলনে অংশ নিয়ে এখনও অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ১২০০ জন। যদিও সরকার জানিয়েছে, নিহতের সংখ্যা ৪১ ও গ্রেপ্তার হয়েছেন ৭৩৯ জন।