জেলা

২ বছর খোঁজ নেননি! মন্ত্রী চন্দ্রনাথ ও বিধায়ক বিকাশকে বাড়িতে ঢুকতে দিলেন না অনুব্রত

মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে দেখা করলেন না অনুব্রত মণ্ডল । এমনকি, তৃণমূল কাউন্সিলর ওরম শেখকেও বাড়িতে ঢুকতে দেননি অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল । অথচ, অন্যান্য নেতারা এক এক করে এদিন বাড়ির ভিতরে গিয়ে দেখা করছেন অনুব্রতর সঙ্গে ৷ দু’বছর পর আজ বোলপুরের বাড়িতে ফিরেছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল । এই দুটো বছরে যে নেতারা তাঁর খোঁজ রাখেননি, তাঁদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছেন শাসকদলের নেতা অনুব্রত মণ্ডল! এমনটাই ইঙ্গিত মিলল ৷ ২০২২ সালের ১১ অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই ৷ গত ২০ সেপ্টেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করে ৷ তিহাড় জেল থেকে ছাড়া পেয়ে ২ বছর ১ মাস ১৩ দিন পর মেয়ে সুকন্যাকে নিয়ে বোলপুরের বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল । বাড়ি ফিরতেই বোলপুরে উৎসব শুরু হয়ে যায় ৷ তাঁকে পুষ্পবৃষ্টি, শঙ্খনাদ, স্লোগানে স্লোগানে স্বাগত জানানো হয় ৷ সবুজ আবির খেলে উল্লাসে মাতেন কর্মী-সমর্থকেরা ।