জেলা

আপাতত দিল্লি যাত্রা নয়, পুরোনো মামলায় জেল হেফাজতে অনুব্রত

আপাতত দিল্লি যাওয়া হল না অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য় গতকালই ইডি-কে অনুমতি দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু দিল্লির আদালতের সেই নির্দেশের কপি ইডি-র হাতে আসার আগে আজ সকালে তড়িঘড়ি অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে বের করে দুবরাজপুর আদালতে পেশ করে পুলিস। ২০২১ সালে এক তৃণমূলকর্মীকে খুনের চেষ্টার অভিযোগে দায়ের হওযায় মামলায় অনুব্রত মণ্ডলকে হেফাজতে চায় পুলিস। অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য় ধারায় খুনে চেষ্টার অভিযোগও আনা হয়। পুলিস ১৪ দিনের জন্য় অনুব্রত মণ্ডলকে হেফাজতে চাইলেও সাত দিনের জন্য় অনুব্রতকে পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আগামী সাত দিনের জন্য় বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ঠিকানা হতে চলেছে দুবরাজপুর থানা। হাই প্রোফাইল বন্দি অনুব্রতকে রাখার জন্য় কড়া নিরাপত্তার ব্য়বস্থা রাখা হয়েছে থানা চত্বরে। ইতিমধ্য়েই আদালত থেকে থানায় নিয়ে যাওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। অনুব্রতর নিরাপত্তায় যাতে কোনও ঘাটতি না হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য় এ দিন আদালতেও আর্জি জানান সরকারি আইনজীবী। ইডি সূত্রে খবর, দুবরাজপুর আদালতের নির্দেশের পর পরবর্তী আইনি পদক্ষেপ নিয়েও পরামর্শ নেওয়া হচ্ছে। সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে একটি বৈঠকও ডাকা হয়েছে আজ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হাইকোর্টের দ্বারস্থ হতে অয়ারেন বলে জানা যাচ্ছে।