দেশ

বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব বিজেপিতে যোগ দিলেন। আজ দিল্লিতে বিজেপি-র সদর দপ্তরে গিয়ে তিনি এই যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও দলের রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং। যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি প্রধান প্রতিপক্ষ অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি৷ কিন্তু নির্বাচনের ঠিক ২২ দিন আগে শিবির বদলে বিজেপিতে যোগ দিলেন তাঁর ছোট ভাইয়ের স্ত্রী তথা মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব ৷ রাজ্যে বিধানসভা ভোটের প্রাক মুহূর্তে মুলায়মের পরিবারের এই ভাঙনে রাজনৈতিক মহলে

যথেষ্ট আলোড়ন সৃষ্টি করল। কিন্তু, ঘরের দল ছেড়ে কেন বিজেপিতে গেলেন অপর্ণা ? শুধুই কি যোগী তথা মোদি সরকারের কাজে মুগ্ধ হয়ে ? নাকি এর পিছনে রয়েছে পারিবারিক দ্বন্দ্ব ৷ রাজনীতির কারবারিরা মনে করছেন, অখিলেশ যাদবের একছত্র আধিপত্য হয়তো মেনে নিতে পারেননি প্রতীক যাদবের স্ত্রী ৷ আর সেই কারণেই প্রতিপক্ষ শিবিরে গিয়ে এবার নাম লেখালেন তিনি ৷ উল্লেখ্য, ২০১৭ সালে উত্তরপ্রদেশ নির্বাচনে লখনউ ক্যান্ট বিধানসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটে ভোটে লড়েছিলেন অপর্ণা যাদব ৷ কিন্তু, সে বার রিতা বহুগুনা জোশীর কাছে পরাজয় হয় তাঁর ৷ তবে, প্রায় ৬৩ হাজার ভোট পেয়েছিলেন অপর্ণা ৷