বিনোদন

এবারের চলচ্চিত্র উৎসবের থিম সং অরিজিৎ-এর কণ্ঠে

মমতার ভাবনায় ‘থিম সং’ অরিজিতের কণ্ঠে

বুধবার রবীন্দ্রসদনে মন্ত্রী-তারকাদের ঝাঁক। উপস্থিত মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, সান্ত্বনু বসু। অনুষ্ঠান ঝলমলে সংসদ-তারকা মিমি চক্রবর্তী, বিধায়ক-তারকা চিরঞ্জিৎ চক্রবর্তী, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, গৌতম ঘোষ, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, রাজ চক্রবর্তী। সংবাদমাধ্যমকে সাক্ষ্মী রেখে এদিন আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হয় উৎসবের দিনক্ষণ। অরূপ জানান, ৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে প্রধান আকর্ষণ ‘ভাইজান’ সলমন খান। থাকবেন কমল হাসান, শত্রুঘ্ন সিনহা, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী। আগে শাহরুখ ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তার মাঝেই কিফে তারকার অনুপস্থিতির খবরে মন খারাপ ফ্যানেদের। কিং খান ভক্তদের মনে প্রশ্ন, তবে বাংলার সঙ্গে যোগ ক্রমেই আগলা হচ্ছে? সূত্রের খবর, ডিসেম্বরে নিজের আসন্ন ছবি ‘ডাঙ্কি’র রিলিজ নিয়ে ব্যস্ত থাকবেন শাহরুখ। সেই ব্যস্ততার জেরেই কলকাতা আসবেন না তারকা। মমতা দিদির সঙ্গে শাহরুখের সম্পর্ক আগের মতোই অটুট। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রোডিউসার বেলজিয়াম থেকে কিফ (কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল) অনুমতি পত্র পেয়েছে। মোট ২৩টি জায়গায় ছবি দেখানো হবে। চলচ্চিত্র উৎসব কমিটির আলোচনায় ঠিক হয়েছে, এবার উৎসবের কিছু ছবি সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে দেখানো হবে। দেখা হবে নন্দন ১, ২, ৩, রবীন্দ্রসদন, নজরুলতীর্থ ১, ২, রাধা স্টুডিও, শিশির মঞ্চ, নবীনা সিনেমা, সাউথ সিটি, স্টার, প্রাচী, মিনার-বিজলি, মেনকা, অশোকা, অজন্তা, মানি স্কোয়্যার, মেট্রো, কোয়েস্ট মল আইনক্সে ছবির মেলা বসবে। প্রতি বছর এক থিম মিউজিক অভ্যস্থ কানে আর যেন সাড়া ফেলছিল না। এই অনুভূতি থেকেই মুখ্যমন্ত্রীর পরামর্শ, এবছর থিম সং হোক। ক্যাচলাইনও তাঁর দেওয়া, শহরজুড়ে সিনেমা। গানের কথায় শ্রীজাত। সুরে ইন্দ্রদীপ দাশগুপ্ত। পরমব্রত তাঁর কাজের কারণে এবছর উৎসবের শুরুতে শহরের বাইরে। তাই তাঁর জায়গায় সঞ্চালনায় চূর্ণী গঙ্গোপাধ্যায়-জুন মালিয়া। বাংলা বিনোদন যাঁকে ছাড়া অসম্পূর্ণ সেই উত্তমকুমারের “দেয়ানেয়া” উদ্বোধনী ছবি। ১৯৬৩ সালের এই ছবির পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে সাড়ে পাঁচটায় ছবিটি দেখানো হবে। এছাড়াও, থাকছে ক্রীড়া এবং পরিবেশবিষয়ক ছবি। তালিকায় ‘ঘুমর’, ‘জার্সি’, ‘সাবাস মিঠু’। রাধা স্টুডিওয় ৩৫ মিমি প্রোজেক্টরে কয়েকটি ছবি দেখানো হবে। ইন্দ্রনীল বলেন, ‘‘এবছরেও একাধিক বিভাগে পুরস্কার রয়েছে। রয়্যাল বেঙ্গল গোল্ডেন ট্রফির সঙ্গে সাত লক্ষ টাকা নগদ পুরস্কার। সম্মানের ভিত্তিতে ট্রফি এবং নগদ পুরস্কারের পরিমাণ পরিবর্তিত হবে।’’ আন্তর্জাতিক বিভাগে জায়গা করে নিয়েছে অঞ্জন দত্তর ছবি ‘চালচিত্র’। এবছর মৃণাল সেন এবং দেবানন্দের জন্ম শতবর্ষ। উৎসবের চেয়ারপার্সন রাজ জানিয়েছেন, তাঁদের স্মরণ করে দেখানো হবে প্রত্যেকের সাতটি করে ছবি। এই দুই কিংবদন্তিকে নিয়ে বিশেষ প্রদর্শনীশালারও আয়োজন করা হবে।  ‘হোমেজ’ বিভাগে সৌমেন্দু রায়-সহ আরও চার ব্যক্তিত্বের ছবি দেখানো হবে। আর থাকবে আন্তর্জাতিক মানের তারকাদের মুখোমুখি হয়ে তাঁদের কথা শোনার সুযোগ। আন্তর্জাতিক মঞ্চে অনুরাদ কাশ্যপের “কেনেডি” ঝড় তুলেছে। সেই ছবির প্রিমিয়ার হবে কলকাতা চলচ্চিত্র উৎসব মঞ্চে। থাকবেন পরিচালক স্বয়ং। ‘মাস্টার ক্লাস’-এ অংশ নেবেন অভিনেতা সৌরভ শুক্ল, মনোজ বাজপেয়ী এবং পরিচালক সুধীর মিশ্র। উৎসব শেষের দিনে দেখা যাবে অদিতি রাও হায়দরিকে। এদিন মিমি কখন, কোথায়, কোন ছবি দেখানো হবে তার নির্ঘণ্ট জানান।