দেশ

মুখ্যমন্ত্রীকে চিঠি দিতেই দিল্লিতে ডাক পড়লো বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের

কেন্দ্রীয় সরকারের পাট নীতির বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ তার পরই নড়েচড়ে বসল বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ সূত্রের খবর, আজই রাতে দিল্লিতে অর্জুন সিংকে তলব করা হয়েছে৷ ব্যারাকপুরের সাংসদকে ফোন করেছিলেন খোদ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল৷ বিজেপি শীর্ষ নেতৃত্বও অর্জুনের অবস্থান জানতে চাইতে পারে বলে খবর৷ আজ বিকেলের বিমানেই দিল্লি যাচ্ছেন অর্জুন৷ গত বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় সরকারের পাট নীতি নিয়ে সরব হয়েছিলেন অর্জুন সিং৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের কড়া সমালোচনাও শোনা গিয়েছিল তাঁর গলায়৷ এমন কি, এই ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে নামতেও তৈরি বলে দাবি করেছিলেন অর্জুন৷ দলীয় সাংসদের এই অবস্থানে স্বভাবতই অস্বস্তিতে পড়ে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ইস্যুতে চিঠি দেন অর্জুন৷ একই সঙ্গে ওড়িশা, অসম এবং বিহােরর মুখ্যমন্ত্রীকেও চিঠি দেন তিনি৷ কারণ এই সমস্ত রাজ্যেই পাট চাষ এবং পাট শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে৷