জেলা

Arjun Singh : ‘এটা তো বিশ্বাসভঙ্গ’, টিকিট না পেয়ে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং

বিজেপির টিকিটে সাংসদ পদে জয়ী হয়েও ফের তৃণমূলে ফেরত এসেছিলেন৷ ব্যারাকপুরে তিনিই ফের রাজ্যের শাসক দলের প্রার্থী হবেন বলেই ধরে নিয়েছিল রাজনৈতিক মহল৷ তবু প্রার্থী হওয়ার আশা নিয়েই এ দিন ব্রিগেড ময়দানে পা রেখেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ কিন্তু অর্জুন এবং তাঁর অনুগামীদের অবাক করেই ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে মন্ত্রী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়েই ফের অর্জুন সিং রাজনৈতিক শিবির বদলে তৎপর হয়েছেন বলে সূত্রের খবর৷ বিস্ফোরক অভিযোগ তুলে অর্জুন অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ ঘনিষ্ঠ মহলে অর্জুন দাবি করেছেন, তাঁকে প্রার্থী করার আশ্বাস দেওয়া হয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে৷ শুক্রবার পর্যন্ত তাঁর নামই ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পাকা হয়েছিল বলেও দাবি করছেন অর্জুন ঘনিষ্ঠরা৷ শেষ পর্যন্ত এ দিন সকালে হোয়াটসঅ্যাপে অর্জুনকে জানানো হয় তাঁকে প্রার্থী করা হচ্ছে না৷ রাখঢাক না করেই অর্জুন সিং বিস্ফোরক অভিযোগ করে অর্জুন বলেন, ‘দল আমাকে এটা বলেই এনেছিল যে আপনাকে ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে৷ যদি একথা না বলত, তাহলে তো আমি দলে আসতাম না৷ এটা তো বিশ্বাসভঙ্গের মতো বিষয় হয়ে গেল৷ আক্ষেপের সুর বিজেপির টিকিটে নির্বাচিত ব্যারাকপুরের সাংসদের মুখে।দেড় বছর ধরে আমি দলের জন্য খাটলাম৷ আজকে কর্মীদের সঙ্গে কথা বলে যা সিদ্ধান্ত নেওয়ার নেবো৷’