দেশ

সিকিমে ১৫০ ফুট লম্বা ফুটব্রিজ তৈরি করল ভারতীয় সেনা

একটানা বৃষ্টির জেরে সিকিমে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। অবিরাম বৃষ্টির জেরে কোথাও ভেসে গিয়েছে রাস্তা, কোথাও বা ভেঙে গিয়েছে ব্রিজ। উত্তর সিকিমে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। চলছে উদ্ধারকাজ। নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন উত্তর সিকিমের স্থানীয় বাসিন্দারা। উত্তর সিকিমের ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করলেন ১৫০ ফুট লম্বা ফুটব্রিজ। তিস্তা নদীর ওপরেই তৈরি করা হয়েছে এই ফুটব্রিজ। অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা তাঁদের অতুলনীয় প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেছেন। আটচল্লিশ ঘণ্টার কম সময়ের মধ্যে সম্পূর্ণ হয়েছে ব্রিজ তৈরির কাজ। এই ব্রিজের মাধ্যমে সেনার তরফে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে। পারাপার করছেন গ্রামের বাসিন্দারাও। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সেতু নির্মাণ করা হয়েছে। উত্তর সিকিমে পুনরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতীয় সেনা। ত্রিশক্তিবাহিনী এখনও পরিস্থিতির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেওয়া হচ্ছে সেনার তরফে।