দেশ

ফের উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর, জারি কার্ফু, নামানো হল সেনা

ফের অশান্তির আঁচ মণিপুরে। মণিপুরের রাজধানী ইম্ফল ফের অশান্ত। পরিস্থিতি সামলাতে জারি করা হয়েছে কার্ফু। ভাঙচুর, অগ্নিসংযোগের খবর মিলেছে। পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে সেনা।