ক্রাইম জেলা

ধূপগুড়িতে কিশোরীর অর্ধনগ্ন ভিডিও ভাইরাল কান্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত

জলপাইগুড়িতে কিশোরীর অর্ধনগ্ন ভিডিও ভাইরালকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী পার্থ সরকারকে গ্রেফতার করল ধূপগুড়ি থানার পুলিস। হাসপাতালে  তাঁর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তকে ২ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জানা গেছে, ধূপগুড়ি ব্লকের গাদং ১ গ্ৰাম পঞ্চায়েতের সদস্য প্রতিমা সরকার। তাঁর স্বামী পার্থ-র বাড়ি ও দোকানেই বেশিরভাগ সময় থাকত এক কিশোরী। বিভিন্ন কাজও করে দিত সে। অভিযোগ, দিন কয়েক আগে  দুপুরবেলায় যখন বাড়িতে যায়, তখন ওই কিশোরী নিয়ে একটি ভিডিও করতে চায় পার্থ। পঞ্চায়েত সদস্য স্ত্রী আপত্তি করেছিলেন। কিন্তু আপত্তি তো শুনেইনি, উল্টে দু’জনকেই জোর করে মদ খাওয়ায় অভিযুক্ত! অভিযোগ, মদ খাওয়ানোর পর ওই কিশোরীকে পরনে পোশাকটি খুলতে বলা হয়। রাজি না হলে তাকে চড়-থাপ্পড় মারে পার্থ। এমনকী, লাঠিপেঠা করারও হুমকি দেয় সে। শেষপর্যন্ত বাধ্য হয়ে নিম্নাঙ্গের পোশাক খুললে, মোবাইলে ওই কিশোরীর ভিডিও তুলে রাখে পঞ্চায়েত সদস্যের স্বামী। সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরিস্থিতি এমন জায়গায়  পৌঁছেছে যে, লজ্জায়, ভয়ে কার্যত পালিয়ে বেড়াতে হচ্ছে ওই কিশোরীকে। ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা। পঞ্চায়েত সদস্য  প্রতিমা সরকারকে আগেই গ্রেফতার করেছিল পুলিস।