দেশ

৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত বৈধ, জানাল সুপ্রিমকোর্ট

জম্ম-কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহার করতে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ধারা বাতিলের সিদ্ধান্ত বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিমকোর্ট৷ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ জন বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে৷ তবে জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করার সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায়নি সাংবিধানিক বেঞ্চ৷ তবে এ দিনের রায় নিয়ে ঐক্যমত হয়েছেন সাংবিধানিক বেঞ্চের পাঁচজন বিচারপতিই৷ ফলে লোকসভা নির্বাচনের আগে শীর্ষ আদালতে জম্মু কাশ্মীর নিয়ে বিরাট জয় পেল কেন্দ্রীয় সরকার৷ রায়দান করতে গিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়েছেন, কোনও খারাপ উদ্দেশ্যে ভারতের রাষ্ট্রপতি জম্মু কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে না শীর্ষ আদালত৷ একই সঙ্গে জম্মু কাশ্মীরের জন্য সংবিধানের ৩৫ (এ) ধারা বাতিলের সিদ্ধান্তও বহাল থাকল বলে মনে করা হচ্ছে৷ একই সঙ্গে সাংবিধানিক বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷ ফলে গোটা দেশের জন্য যে সাংবিধানিক আইন রয়েছে, তা জম্নু কাশ্মীরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ কারণ ভারতে মিশে যাওয়ার পর জম্মু কাশ্মীরের আর নিজস্ব কোনও সার্বভৌমত্ব নেই বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়-এর দেওয়া রায়ের ১০টি মূল বিবৃতি:

জম্মু ও কাশ্মীর রাজ্যের কোনোরকম সার্বভৌমত্ব আর নেই ৷ এর কোনও অভ্যন্তরীণ সার্বভৌমত্বও নেই । অনুচ্ছেদ 370 অপ্রতিসম ফেডারেলিজমের একটি বৈশিষ্ট্য এবং সার্বভৌমত্বের নয় ।

আবেদনকারীরা রাষ্ট্রপতির ঘোষণাকে চ্যালেঞ্জ করেননি । ঘোষণার পর রাষ্ট্রপতির ক্ষমতার প্রয়োগ বিচারবিভাগীয় পর্যালোচনায় আসতে পারে ৷ 370 (1) (d) এর অধীনে রাষ্ট্রপতির দ্বারা ক্ষমতার প্রয়োগ অসাধু উদ্দেশ্যে হয়নি । রাষ্ট্রপতিকে রাজ্যের সম্মতি নিতে হবে না এবং তিনি কেন্দ্রের সম্মতিতে কাজ করতে পারেন ।

অনুচ্ছেদ 356 (1) এর অধীনে সংসদকে দেওয়া ক্ষমতা শুধুমাত্র আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নেই ৷ রাজ্য বিধানসভার হয়েও সংসদ নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারে ৷

আমরা ধরে নিয়েছি যে 370 অনুচ্ছেদ একটি অস্থায়ী বিধান । 370 (3) ধারার অধীনে জম্মু ও কাশ্মীরের গণপরিষদের অস্তিত্ব চলে হয়ে যাওয়ার পরেও বন্ধ হয়নি ।

অনুচ্ছেদ 370(1)(d) এর অধীনে ক্ষমতা প্রয়োগ করে অনুচ্ছেদ 370 সংশোধন করা যাবে না ।অনুচ্ছেদ 2 থেকে সিও 272 সংবিধানের সমস্ত বিধান জম্মু ও কাশ্মীরে প্রয়োগ করা বৈধ ।

জম্মু ও কাশ্মীরের গণপরিষদের সুপারিশ ছাড়াই রাষ্ট্রপতি বিজ্ঞপ্তি জারি করে অনুচ্ছেদ 370 রদ করতে পারেন ৷ এটা সংযুক্তিকরণের একটি প্রক্রিয়া ছিল ৷

ধারা 3-এর অধীনে ক্ষমতা প্রয়োগে সংসদ একটি রাজ্যকে এক বা একাধিক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করতে পারে কি না, সেই প্রশ্ন উন্মুক্ত রাখা হয়েছে ।

স্বায়ত্তশাসন কমে যাওয়া, ফেডারেটিং ইউনিট গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও এর প্রভাব, সংবিধানিক কাঠামো ও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের নীতির উপর ভিত্তি করে এই আদালতকে অবশ্যই একটি রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করার প্রয়োজনীয় প্রভাবের দিক থেকেই অনুচ্ছেদ 3 এর অধীনে ক্ষমতার পরিধি নির্ধারণ করতে হবে ৷

অনুচ্ছেদ 3 বিধানের অধীনে রাজ্য আইনসভার মতামত সুপারিশমূলক । সলিসিটার জেনারেল জানিয়েছেন যে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল রেখে জম্মু ও কাশ্মীরের রাজ্য়ের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ৷ তাই এই সমস্যাটি ছেড়ে দেওয়া হল ।

আমরা নির্দেশ দিচ্ছি যে নির্বাচন কমিশন 30 সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীর বিধানসভার নির্বাচন পরিচালনার জন্য পদক্ষেপ করবে । যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণরাজ্যের মর্যাদাও ফিরিয়ে দিতে হবে ৷