আইপিএলের ম্যাচগুলিতে শাহরুখ, সুহানাদের পোশাকে লাল রং ক্রস আঁকা দেখা গিয়েছিল। তখনই কৌতূহলের সূত্রপাত। কেন শাহরুখ ও তাঁর ঘনিষ্ঠদের পোশাকে একই চিহ্ন দেখা যাচ্ছে। সেই প্রশ্ন উঠতে থাকে। অল্প সময়েই প্রশ্নের উত্তর পাওয়া যায়। আসলে এই চিহ্ন শাহরুখপুত্র আরিয়ানের পোশাকের ব্র্যান্ড ‘D’YAVOL X’-এর। প্রকাশ্যে আসে বিজ্ঞাপন। তা আবার আরিয়ান নিজেই পরিচালনা আর অভিনয় করেছেন। ক্যামেরার সামনে আরিয়ানকে দেখে অনেকেই মুগ্ধ হয়েছিলেন। তবে শাহরুখপুত্রের ব্র্যান্ডেড পোশাকের দাম দেখে তাজ্জব নেটিজেনদের একাংশ। একটি টি-শার্টের জন্য প্রায় ২২ হাজার টাকা দিতে হবে। আর ২ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে জ্যাকেট। কিছু পোশাকের দাম আবার তিরিশ-চল্লিশ হাজার টাকার উপরে।