জেলা

রাজবংশী বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম, খেলেন চা-ঝুরিভাজাও খেলেন অভিষেক

পঞ্চায়েত নির্বাচনের আগে ২ মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জনসংযোগ যাত্রা করার কর্মসূচি নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২ মাস কলকাতার বাইরেই থাকবেন তিনি৷ সোমবার সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই উত্তর দিনাজপুরে পৌঁছে গিয়েছিলেন অভিষেক।সোমবার তিনি হেমতাবাদে কালু বর্মণের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রাজবংশী পরিবারের প্রত্যেক সদস্যদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেন। ছাপোষা এই মধ্যবিত্ত পরিবারের মাটির বাড়ির নিকানো উঠোনে বসে চা-বিস্কুট খান অভিষেক। বর্মণ বাড়িতে ছিল মন্দিরও৷বাড়িতে ঢুকেই তুলসীতলায় প্রণাম করেন অভিষেক৷ তারপর একে একে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। কালু বাবুর মা নির্মলা বর্মণের পায়ে হাত দিয়ে প্রণাম করেন৷ এদিন কালু বর্মণের বাড়িতে মাটির ভাঁড়ে চা খান অভিষেক৷ সঙ্গে মাটির থালায় রাখা ছিল কাজু, কিসমিশ, বাদাম, ঝুরিভাজা৷