আজ ভারতীয় নৌবাহিনী গাইডেড মিসাইল কারভেট আইএনএস কোরা থেকে অ্যান্টি শিপ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। মিসাইলটি বঙ্গোপসাগরে থাকা সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল আঘাত করেছে। বঙ্গোপসাগরে অ্যান্টি-শিপ গাইডেড মিসাইলের নিক্ষেপ সফল হয়েছে বলে টুইট করে জানিয়েছে নৌসেনা। আইএনএস কোরা হল করভেট গোত্রের যুদ্ধজাহাজ। ১৯৯৮ সাল থেকে ভারতীয় নৌসেনায় রয়েছে এই রণতরী। কেএইচ-৩৫ অ্যান্টি-শিপ মিসাইল ছোড়া যায় এই রণতরী থেকে। ৩এম-২৪ যুদ্ধজাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তিও রয়েছে আইএনএস কোরা থেকে। কোরা ক্লাসের আরও তিনটি রণতরী রয়েছে ভারতীয় নৌবাহিনীর-আইএনএস কির্চ, আইএনএস কুলিশ ও আইএনএস কারমুক।