দেশ

আইএনএস কোরা থেকে অ্যান্টি শিপ মিসাইলের সফল পরীক্ষা চালাল ভারতীয় নৌসেনা

আজ ভারতীয় নৌবাহিনী গাইডেড মিসাইল কারভেট আইএনএস কোরা থেকে অ্যান্টি শিপ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। মিসাইলটি বঙ্গোপসাগরে থাকা সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল আঘাত করেছে। বঙ্গোপসাগরে অ্যান্টি-শিপ গাইডেড মিসাইলের নিক্ষেপ সফল হয়েছে বলে টুইট করে জানিয়েছে নৌসেনা। আইএনএস কোরা হল করভেট গোত্রের যুদ্ধজাহাজ। ১৯৯৮ সাল থেকে ভারতীয় নৌসেনায় রয়েছে এই রণতরী। কেএইচ-৩৫ অ্যান্টি-শিপ মিসাইল ছোড়া যায় এই রণতরী থেকে। ৩এম-২৪ যুদ্ধজাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তিও রয়েছে আইএনএস কোরা থেকে। কোরা ক্লাসের আরও তিনটি রণতরী রয়েছে ভারতীয় নৌবাহিনীর-আইএনএস কির্চ, আইএনএস কুলিশ ও আইএনএস কারমুক।