দেশ

বিজেপির হয়ে প্রচার সেরেই যোগ দিলেন কংগ্রেসে, ফের দলবদল প্রাক্তন সাংসদ অশোক তানওয়ারের

বেলা সাড়ে ১২টা পর্যন্ত গেরুয়া শিবিরের প্রার্থীর হয়ে প্রচার করে বৃহস্পতিবার দুপুরে ফের কংগ্রেসে যোগ দিলেন হরিয়ানার বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অশোক তানওয়ার। রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে প্রত্যাবর্তন করেন তিনি। শনিবার হরিয়ানায় একদফায় অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে রাহুল গান্ধীর সভায় অশোকের কংগ্রেসে যোগদান রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। রাজনৈতিক কেরিয়ারে অবশ্য একাধিকবার জার্সি বদলের রেকর্ড রয়েছে অশোক তানওয়ারের। তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় কেটেছে কংগ্রেসেই। ২০১৯ সালে ৫ অক্টোবর কংগ্রেস ছাড়েন তিনি। ২০২১ সালে মমতা বন্দ্য়োপাধ্যায় যখন দিল্লি গিয়েছিলেন সেই সময় এই অশোক যোগদান করেছিলেন তৃণমূলে। নেপথ্যে ভোটকুশলী প্রশান্ত কিশোরের বড় অবদান ছিল বলে মত রাজনৈতিক মহলের। যদিও ২০২২ সালে এপ্রিল মাসে আবার তিনি আম আদমি পার্টি(আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে সেই দলে যোগদান করেন। কিন্তু কেজরির দলে মন বসাতে পারেননি তিনি। চলতি বছর ২০ জানুয়ারি তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের উপস্থিতিতে যোগদান করেন বিজেপিতে।২০২৪ সালের লোকসভা নির্বাচনে সিরসা কেন্দ্র থেকে তিনি ভোটে লড়লেও কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন। শনিবার যখন হরিয়ানাতে নির্বাচন সেই সময় তাঁর কংগ্রেসে প্রত্যাবর্তন বিজেপির জন্য বড় ধাক্কা বলে দাবি রাজনৈতিক মহলের।