দেশ

স্ত্রীর মৃত্যু জের! আইসিইউতেই সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী অসমের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল

আইসিইউতেই সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি! এই মর্মান্তিক ঘটনার পিছনে রয়েছে এক করুণ ইতিহাস। স্ত্রীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটালেন অসমের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শিলাদিত্য চেতিয়া।  দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন শিলাদিত্য চেতিয়ার স্ত্রী আগামোনি বরবারুয়া। সুস্থ করে তোলার জন্য ইনটেনসিভ কেয়ারে প্রাণপণ চেষ্টা করছিলেন চিকিৎসকরাও। কিন্তু হাজার চেষ্টার পরও শেষ রক্ষা হল না, জীবনযুদ্ধে হেরে গিয়ে চোখ বুজলেন আগামোনি। চোখের সামনে স্ত্রীর নিথর দেহ দেখতে পারলেন না শিলাদিত্য। আইসিইউতেই সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন তিনি। ৪৪ বছরের শিলাদিত্য চেতিয়া ২০০৯ ব্যাচের একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)-ব়্যাঙ্কের আইপিএস অফিসার। পাশাপাশি  অসম সরকারের স্বরাষ্ট্র সচিবের দায়িত্বও সামলেছেন। শিলাদিত্য এর আগে তিনসুকিয়া, নলবাড়ি,কোকরাঝাড় এবং বারপেটা জেলার পুলিশ সুপারের পদে ছিলেন। অসম পুলিশের চতুর্থ ব্যাটালিয়ান কমাড্যান্ট হিসেবেও দায়িত্ব সামলেছেন।