দেশ

দিল্লির একাধিক স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি!

দিল্লি-NCR-এ সাতসকালে প্রায় ১০০টি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে তুলকালাম। বুধবার সকালে পর পর ১০০টি স্কুলকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। ইমেলের মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়। ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। প্রত্যেকটি স্কুল থেকে ছাত্রছাত্রীদের বের করে দেওয়া হয়েছে। সকলেই নিরাপদ রয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। যে আইপি অ্যাড্রেস থেকে হুমকি মেলগুলি পাঠানো হয়েছে সেটি বিদেশের বলে জানা যাচ্ছে। দিল্লি পুলিশের সন্দেহ VPN সিস্টেমের মাধ্যমে মাস্কড করা হয়েছে এই আইপি অ্যাড্রেস। প্রথমে খবর মিলেছিল, বুধবার সকালে আট থেকে ১২টি স্কুলে বোমা রাখা আছে বলে হুমকি মেইল এসেছে। এরপর আরও একাধিক স্কুল কর্তৃপক্ষের তরফে বিস্ফোরণের হুমকির কথা প্রশাসন এবং দিল্লি পুলিশে জানানো হয়। এই ১০০টি স্কুলের তালিকায় রয়েছে দিল্লি পাবলিক স্কুলের মতো জনপ্রিয় এবং বড় শিক্ষা প্রতিষ্ঠানও। নয়ডার এই স্কুলটিতে অসংখ্য পড়ুয়া পড়াশোনা করে। ইমেলের মাধ্যমে দিল্লি পাবলিক স্কুলটিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। খবর পাওয়া মাত্রই নয়ডা পুলিশের একটি টিম স্কুলে পৌঁছয়। সম্পূর্ণ খালি করে দেওয়া হয় ক্যাম্পাস। একটি বম্ব স্কোয়াডও পৌঁছয় ঘটনাস্থলে। তারা গোটা স্কুলে তল্লাশি চালাচ্ছে। তবে কোনও সন্দেহজনক বস্তুর খোঁজ মেলেনি বলেই জানা যাচ্ছে। ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়েছে দিল্লি পাবলিক স্কুলে।