দেশ

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা ৷ পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাতে সম্মতি দিয়েছে আম আদমি পার্টির সদস্যরা ৷ মঙ্গলবার বিকেলে দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র দেবেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লি সরকারের শিক্ষা, জলের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব রয়েছে অতিশীর হাতে ৷ ১৩ সেপ্টেম্বর দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷ তিহাড় জেল থেকে ছাড়া পান তিনি ৷ এরপর রবিবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর কেজরিওয়াল ঘোষণা করেন তিনি ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন ৷ আমজনতা তাঁকে সৎ সংশাপত্র দিলে, তবেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদে ফিরবেন বলেও জানান অরবিন্দ কেজরিওয়াল ৷ একটি জনসভায় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, “দু’দিন পর আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেব ৷ মানুষ যতদিন না তাঁদের রায় জানাচ্ছে, ততদিন পর্যন্ত আমি ওই (মুখ্যমন্ত্রী) চেয়ারে বসব না ৷” দিল্লিতে বিধানসভা নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচনে সেই ভোট এগিয়ে আনার প্রসঙ্গ তোলেন আপ প্রধান ৷ তিনি বলেন, “দিল্লির নির্বাচনের এখনও কয়েকমাস দেরি আছে ৷ আমি আদালতের কাছে বিচার পেয়েছি ৷ এবার আমি মানুষের আদালত থেকে বিচার পেতে চাই ৷ আমি শুধুমাত্র তখনই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব, যখন মানুষ জনাদেশ দেবে ৷” সেক্ষেত্রে দলের মধ্যে থেকেই কাউকে বেছে নেওয়া হবে বলেও জানানো হয় ৷ উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশী মারলেনাই এবার দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।