এটিকে মোহনবাগান–৩ (নাসিরি-হ্যাটট্রিক)
এসসি ইস্টবেঙ্গল–১ (সিডোয়েল)
শেষ রক্ষা হল না এসসি ইস্টবেঙ্গলের। আইএসএলের ফিরতে লিগেও ডার্বির রং সবুজ-মেরুণ। ইস্টবেঙ্গলের হয়ে খেলা জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরির হ্যাটট্রিকের সৌজন্য ৩-১ গোলে ম্য়াচ জিতল এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগানের হয়ে কণিষ্ঠতম গোলস্কোরারের নজির গড়লেন কিয়ান নাসিরি। এদিন ম্য়াচের প্রথনার্ধের খেলার ফল ছিল গোল শূন্য। বল পজিশন বেশি
জুয়ান ফেরান্দোর দলের কাছে থাকলেও, রক্ষণ মজবুত রেখে লড়াই চালিয়ে যায় নারিও রিভেরার দল। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে এসসি ইস্টবেঙ্গলকে প্রথম গোল করে এগিয়ে দেন ড্যারেন সিডোয়েল। কিন্তু ৬৪ মিনিটেই দলকে সমতায় ফেরান কিয়ান নাসিরি। এরপর খেলা শেষের ইনজুরি টাইমে যখন খেলার ফল ১-১, সকলেই ধরে নিয়েছেন ড্র হতে চলেছে ম্য়াচ, তখনও ৯৩ ও ৯৪ মিনিটে পরপর দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করাই নয়, দলের জয়ও নিশ্চিৎ করেন কিয়ান নাসিরি।