ফের স্বপ্নভঙ্গ। যুব বিশ্বকাপের ফাইনালে সেভাবে কোনও লড়াই দিতে পারল না জুনিয়র টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে হার ৭৯ রানে। চতুর্থবারের জন্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতল ব্যাগি গ্রিনরা। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলগত ব্যাটিংয়ে ভর করে লড়াকু টোটোল করে ব্যাগি গ্রিনরা। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন হারজাস সিং। এছাড়া অধিনায়ক হিউ উইবজেন ৪৮, অলি পিক ৪৬ ও হ্যারি ডিক্সন ৪২ রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাজ লিম্বানি। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা মুশির খান, উদয় সাহারন, সচিন ধাশরা সকলেই ফাইনালে ব্যর্থ হন। রান পাননি আর্শিন কুলকার্নিও। একমাত্র কিছুটা লড়াই করার চেষ্টা করেন আদর্শ সিং ও মুরুগান পেরুমাল অভিষেক। ৪৭ ও ৪২ রানের লড়াকু ইনিংস খেলেন আদর্শ ও মুরুগান। এই ২ জন বাদে মুশির খান ছাড়া কোনও ভারতীয় ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। গত বছর ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। ক্রিকেট প্রেমিরা আশা করেছিল দাদাদের বদলা নেবে ভাইরা। কিন্তু ফাইনালে এসে চোক করল অনূর্ধ্ব ১৯ দলও। শেষের দিকে মুরুগান কিছুটা লড়াই না করলে আরও লজ্জাজনক হারের সম্মুখীন হতে হত ভারতকে। ৪৩.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মাহিল ব্র্যাডম্যান ও রাফায়েল ম্যাকমিলান।