খেলা

ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে অস্ট্রেলিয়া

ডেনমার্কের বিরুদ্ধে খেলাটা অত সহজ ছিল না। কারণ, পাল্লা যতই অস্ট্রেলিয়ার দিকে ভারী হোক না কেন, অনেক সময় স্নায়ুর চাপ জেতা ম্যাচকেও হারিয়ে দেয়। তবে এমন দুর্ঘটনা ঘটনি। স্বভাবসিদ্ধভাবেই ডেনমার্কের বিরুদ্ধে ২-০ গোলে জিতে যায় অস্ট্রেলিয়া। ডেনিশরা চেষ্টা করেছিল অনেক। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এদিন প্রথম থেকেই আলাদা ছন্দে ছিলেন হলুদ জার্সির দলটি। বিশ্বকাপে প্রথমবার খেলতে নামেন সাম কার। এতে যেন আরও বেশি উত্তেজনা ছড়িয়েছিল এদিন মাঠে। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের দরজা খুলে গিয়েছে অস্ট্রেলিয়ার কাছে। তবে বিশ্বকাপে ডেনমার্কের যাত্রা এখানেই শেষ হয়েছে। তবে এদিন প্রথম থেকেই আক্রমণাত্বক খেলছিল ডেনমার্ক। বরং সেই তুলনায় অস্ট্রেলিয়ানরা এগোচ্ছিল ধীর গতিতে। তবে সুযোগ বুঝে ২৯ মিনিটের মাথায় প্রথম গোলটি পায় অস্ট্রেলিয়া। অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি ডেনমার্ক। দ্বিতীয়ার্ধের শুরু থেকে একই ফর্ম বজায় রাখে ডেনিশরা। কিন্তু সুরাহা হয়নি। ম্যাচের বয়স যখন ৬০ মিনিট, তখন অস্ট্রেলিয়ার হয়ে রাসো হেড পাস থেকে গোল করে দলের জয় সুনিশ্চিত করেন। আর তারপরেই গ্যালারি উন্মাদনায় ফেটে পড়ে।