কলকাতা

তৃণমূলের জাতীয় মুখপাত্র হলেন বাবুল সুপ্রিয়, নয়া দায়িত্ব পেয়ে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

তৃণমূলে আরও দায়িত্ব বাড়ল বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়র। এবার থেকে দলের জাতীয় মুখপাত্র হিসেবে দেখা যাবে তাঁকে। বাবুল ছাড়াও এই পদের দায়িত্ব পেয়েছেন মেঘালয়ের দায়িত্বে থাকা মুকুল সাংমা ও প্রাক্তন বিজেপি সাংসদ-ক্রিকেটার কীর্তি আজাদ। বালিগঞ্জ বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর এখনও কোনও মন্ত্রীত্ব পাননি বাবুল সুপ্রিয়। তবে তৃণমূলের জাতীয় মুখপাত্রের মতো গুরুদায়িত্ব তুলে দেওয়া হল তাঁর কাঁধে ৷ নয়া দায়িত্ব পেয়েই বাবুল সুপ্রিয় ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ”আমার আন্তরিক কৃতজ্ঞতা মাননীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তৃণমূলের জাতীয় মুখপাত্রদের অসাধারণ দলে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য । আমার উপর যে দায়িত্ব দেওয়া হল, তা পালন করার জন্য আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ।” শুধুমাত্র আঞ্চলিক দল হিসেবেই নয়, জাতীয় ক্ষেত্রে দলকে শক্তিশালী হিসেবে তুলে ধরতে যে মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর, তা স্পষ্ট নয়া এই সিদ্ধান্তে ৷ যাঁদের দলের জাতীয় মুখপাত্রের দায়িত্বে আনা হল, তাঁদের মধ্যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অপরজন প্রায় ৭ বছর ছিলেন কেন্দ্রের মন্ত্রী ৷ কাজেই তাঁদের অভিজ্ঞতা এ ক্ষেত্রে কাজে আসবে বলে মনে করা হচ্ছে ৷