বুধবার পুণেতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৮৮ বছরের কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা নন্দু নাটেকর.। বয়সজনিত রোগে ভুগছিলেন তিনি। রেখে গেলেন ছেলে গৌরব এবং দুই মেয়েকে। ছেলে নিশ্চিত করেন, গত তিন মাস ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। ১৯৫৬ সালে প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক খেতাব জিতেছিলেন নন্দু নাটেকর। জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট মিলিয়ে জিতেছেন একশোরও বেশি ট্রফি। একটা সময় বিশ্ব ব়্যাঙ্কিংয়ে তিন নম্বর স্থানটি দখল করেছিলেন। ভারতীয় ব্যাডমিন্টন তারকাদের কাছে তিনিই ছিলেন প্রথম আইকন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘ভারতীয় ক্রীড়াজগতের ইতিহাসে তাঁর নাম উজ্জ্বল অক্ষরে লেখা। তিনি দারুণ একজন ব্যাডমিন্টন খেলোয়াড় এবং মেন্টর ছিলেন। আগামীর অ্যাথলিটদের কাছে তিনি অনুপ্রেরণা। নন্দু নাটেকরের পরিবারকে সহানুভূতি জানাই।’ টুইটারে শোকপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘নন্দু নাটেকরের প্রয়াণে আমি শোকাহত। তাঁর সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’