কলকাতা

বাগবাজার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে থেকে উদ্ধার এক বস্তা গ্রেনেডের খোল

বাগবাজার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে বোমাতঙ্ক। ওই বিল্ডিংয়ের তিনতলা থেকে উদ্ধার হল এক বস্তা গ্রেনেডের খোল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই বোমার খোলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। প্রসঙ্গত, ১৯৫৩ সালের আগে এই বিল্ডিংটিতে সিভিল ডিফেন্সের অফিস ছিল। ২০২০ সালে এই বিল্ডিংটি স্বাস্থ্য দপ্তরের হাতে আসে। সেই সময় থেকে এখানে ভ্যাকসিন রাখার কাজ শুরু হয়। এরপর আজ, মঙ্গলবার তিনতলা পরিস্কার করার সময় আচমকাই বোমার খোলগুলি উদ্ধার হয়। ইতিমধ্যেই সেগুলি উদ্ধার করে ল্যাবে পাঠানো হয়েছে।