শোভনের প্রত্যাবর্তনের রোড শো ঘিরেই অনিশ্চয়তা। কারণ আমন্ত্রিত নন বলে মিছিলে যাচ্ছেন না বলে শেষ মুহূর্তে জানিয়ে দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় না গেলে শোভন চট্টোপাধ্যায়ও শেষ পর্যন্ত মিছিলে যাবেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ এর আগে বৈশাখীকে আমন্ত্রণ না জানানোয় বিজেপি-র বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাননি শোভন। সূত্রের খবর, বিজেপি অফিস থেকেই ফোন করে বৈশাখীকে জানানো হয়, এ দিনের মিছিলে তাঁর আসার প্রয়োজন নেই। কারণ এই মিছিল শোভন চট্টোপাধ্যায়কে নিয়েই। প্রসঙ্গত, বিজেপি-র কলকাতা জোনের পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর এ দিনই প্রথম মাঠে নামার কথা ছিল শোভনের। ওই কমিটিরই সহকারী আহ্বায়ক করা হয় বৈশাখীকে।আর রয়েছেন শঙ্কুদেব পাণ্ডা। তা নিয়েই তাঁর আপত্তি! যদি প্রকাশ্যে বৈশাখী জানিয়েছেন, ব্যক্তিগত কারণে সোমবারের মিছিলে উপস্থিত থাকতে পারবেন না তিনি। যদিও সোমাবারের মিছিলে অনুমতি দেয়নি লালবাজার। বাইক ও গাড়ি নিয়ে রোড শো করলে ব্যাপক যানজট হতে পারে ফলে অনুমতি দেওয়া হচ্ছে না, জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। পুলিশের অনুমতি না পাওয়ায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ বলেন, ‘কর্মসূচি যখন ঠিক হয়েছে, তা হবেই। পুলিশের অনুমতি চাইতে গেলে পুলিশ দেবে না। তাহলে অনুমতি নেওয়ার দরকার কী আছে? তৃণমূলের লোকেরা অনুমতি নেয় নাকি? যারা নিয়ম মানে তারা অনুমতি চায়। বিজেপি নেতারা যদি মনে করেন মিছিল করবেন, তাহলে করবেন। করা উচিতও, গণতন্ত্র কারও একার নয়।’