কলকাতা

‘প্রধানমন্ত্রীর বৈঠকে থাকছে না বাংলা! মমতাকে কি ভয় পাচ্ছেন মোদি-শাহরা?’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া কেন হবে না, সেই প্রশ্ন তুলে কেন্দ্র বিরোধী সরব তৃণমূল সহ রাজনৈতিক মহলের একাংশ। করোনা পরিস্থিতিতে ৩৬ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী করা উচিত, কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়, সে বিষয়ে বৈঠকে কথা বলবেন তিনি। তবে মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে উপস্থিত থাকবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রথম দফার বৈঠক শেষ হয়। আগামিকাল বুধবারও বৈঠক হওয়ার কথা। দুদিন ধরে চলা এই বৈঠকে ৩৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হলেও, কথা বলার সুযোগ পাবেন মাত্র ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্ভবত সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে চাইছেন না বলে সূত্রের খবর।কিন্তু তৃণমূলের বক্তব্য, দিল্লি ভয় পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওদের ভুল ধরে ফেলেন, যদি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, যদি ওদের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলেন। তাই বাংলার কন্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। শাসকদলের বক্তব্য, বাংলার মুখ্যমন্ত্রীর গঠনমূলক সমালোচনা শোনার মানসিকতা কেন্দ্রের নেই তাই বাংলাকে বলতে দেওয়া হচ্ছে না। এটা রাজ্যের মানুষকে অপমান করা হচ্ছে বলেও দাবি তৃণমূলের।কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ফিরহাদ হাকিম টুইট করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বক্তা তালিকায় নেই বাংলার মুখ্যমন্ত্রীর নাম গণতন্ত্রের কণ্ঠ রোধ করার প্রচেষ্টায় আবারও কেন্দ্রীয় সরকার। সুপরামর্শ ও গঠনমূলক সমালোচনা নিতে অপারগ বিজেপি সরকার। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে কাকলি লিখেছেন, যদি আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে এতই ভয় তাহলে কেন তাঁকে ভিডিও কনফারেন্সে ডাকা হল?