বিনোদন

প্রয়াত বাংলাদেশের কিংবদন্তি নায়ক ফারুক

প্রয়াত হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা তথা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক। সোমবার সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঢালিউডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর ৮ মাস। ২০২১ সালের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গেলে সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। ছিল শরীরের বেশ কিছু জটিলতা। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে রওশন হোসেন পাঠান শরৎ। বাংলাদেশে এখনও অভিনেতার মৃতদেহ এখনও এসে পৌছয়নি। মঙ্গলবার ভোরের ফ্লাইটে দেশে আনা হবে ফারুকের মরদেহ। ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমায় ডেবিউ করেন তিনি। পাঁচ দশকের বেশি সময় ঢাকাই ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন অভিনেতা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’ ইত্যাদি। ফারুকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসছে বাংলাদেশের বুকে।