সমাজমাধ্যমে ভারত বিরোধী পোস্টে লাভ ইমোজি দিয়ে সমর্থন জানানোয় এনআইটি শিলচরের বাংলাদেশি পড়ুয়াকে দেশে ফেরত পাঠানো হল। মাইসা মেহজবিন নামে ওই পড়ুয়া আসামের শিলচরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের চতুর্থ সিমেস্টারের ছাত্র্রী। তিনি কলেজ থেকে পাস আউট করা তার এক সিনিয়র বাংলাদেশি ছাত্র শাহাদাত হোসেন আলফির সমাজমাধ্যমে করা একটি ভারত বিরোধী পোস্টে লাভ রিঅ্যাক্ট করে বসেন। আর তাতেই বিপত্তি বাঁধে। হিন্দু রক্ষা দল নামে একটি সংগঠনের মুখপাত্র শুভাশিস চৌধুরি জানান, তাঁরা দেখেন যে বাংলাদেশের ওই পড়ুয়া ভারত বিরোধী পোস্টে লাভ ইমোজি দিয়ে সমর্থন জানাচ্ছেন। তারপরই তাঁরা পুলিশকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিতে বলেন। শুভাশিসের আরও দাবি বাংলাদেশের রাজশাহি বিশ্ববিদ্যালয় থেকে বেশ কিছু ভারত বিরোধী পোস্ট করা হয়েছে। তার মধ্যেই একটিতে ওই ছাত্রী লাভ ইমোজি দিয়ে সমর্থন জানিয়েছেন। তবে শিলচরের পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানান, বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ওই ছাত্রীকে সোমবার করিমগঞ্জের সুতারকান্দি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। এই মুহূর্তে শিলচর এনআইটিতে ৭০ জন বাংলাদেশি পড়ুয়া রয়েছে। যাদের মধ্যে ৪০ জনই হিন্দু। পুলিশ সুপার বলেন, আমি ব্যক্তিগতভাবে পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের কোনও ভারত বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে বারণ করেছি।