দিল্লির যন্তর-মন্তরে ভারতীয় কুস্তিগীররা আন্দোলন করছেন। তাঁদের দাবি ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। কুস্তিগীরদের অভিযোগ, তিনি শারীরিক নির্যাতন করেন মহিলা কুস্তিগীরদের। কাজেই তাঁকে অপসারণ এবং গ্রেফতার করতে হবে। এই ইস্যুতেই কুস্তিগীরদের সমর্থনে তাঁদের পাশে দাঁড়িয়েছেন ভারতের বহু প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড়রা। কিন্তু এখনও অবধি নীরব থেকেছেন ভারতের প্রাক্তন জাতীয় ক্রিকেটার শচীন রমেশ তেন্ডুলকর। কেন শচীন নীরব থাকছেন তা নিয়েই উঠছে নানা প্রশ্ন। বৃহস্পতিবার সেই শচীনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে মুম্বইতে তাঁর বাড়ির সামনে ব্যানার লাগালেন মুম্বই-এর কংগ্রেস নেতৃত্ব। সেই ব্যানারে কংগ্রেস নেতৃত্ব প্রশ্ন তুলেছেন, ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে যখন দিল্লির যন্তর-মন্তরে আন্দোলন করছেন জাতীয় কুস্তিগীররা। তখন তাঁদের আন্দোলনকে সমর্থন না জানিয়ে কেন শচীন নিজে একজন ক্রীড়াবিদ হয়ে নীরব থাকছেন দিনের পর দিন। তাহলে কি তিনি ব্রিজ ভূষণ সিং-কে সমর্থন করছেন, নাকি তাঁর ওপরে কোনও রাজনৈতিক চাপ রয়েছে।