গুজবের জেরে রণক্ষেত্রে পরিণত হল হুগলি জেলার চুঁচুড়া সদর মহকুমার বাঁশবেড়িয়া পুরসভা এলাকা। গুজব ছড়ানো হয় স্বাধীনতা দিবসের দিনে জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। আর সেই গুজবে ভর দিয়েই এদিন উত্তপ্ত হয়ে ওঠে হুগলি জেলার চুঁচুড়া সদর মহকুমার বাঁশবেড়িয়া পুরসভা এলাকা। স্বাধীনতা দিবসের দিনেই কিনা এক গোষ্ঠীর সঙ্গে ওপর গোষ্ঠীর মারপিট শুরু হওয়ায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে ছুটে যেতে হয় বাঁশবেড়িয়া থানার পুলিশকে। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। তাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করে। যদিও ঘটনার পর থেকেই এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারাও।