কলকাতা

বড়বাজারের ধসের জেরে যানজটের আশঙ্কা

বড়বাজারে রাস্তায় ধস। মাটির তলায় জলের পাইপ ফেটে বিপত্তি। বেলা বাড়লে যানজটের আশঙ্কা। ইতিমধ্যে পাইপ সারাইয়ের কাজ শুরু করেছেন কলকাতা কর্পোরেশনের কর্মীরা। জানা গিয়েছে, শনিবার সকালে বড়বাজারের নেতাজি সুভাষ রোডের রাস্তায় হঠাৎ ধস নামে। এরপর দেখা যায়, মাটির তলায় থাকা পুরনো জলের পাইপ ফেটে বিপত্তি ঘটেছে। প্রথমে দেখে মনে হচ্ছিল ছোটখাটো একটা গর্ত। একটু ভালো করে লক্ষ্য করলে ভিতরের বড়সড় একটা ফাঁপা অংশ বোঝা যাচ্ছিল। প্রথমে এটা পুলিশেরই নজরে আসে। খবর দেওয়া হয় কলকাতা

পুরসভায়। দ্রুত সেখানে চলে আসে পুরসভার আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। এড়ানো গেলো বিপদ। এই ধসের ফলে হাওড়া-বিবাদী বাগের পথে যানজটের আশঙ্কা করা হচ্ছে। বেলা বাড়লে ওই এলাকায় যানজট হতে পারে বলে মনে করা হচ্ছে। হাওড়া থেকে ডালহৌসির দিকে ব্রেবোর্ন ব্রিজ ধরে যাওয়া যেতে পারে। তবে ব্রেবোর্ন ব্রিজের নিচ থেকে বড়বাজারের যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। সেখান থেকে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিস। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় পাইপ সারাইয়ের কাজ শুরু করেছে কলকাতা পুরসভা।