জেলা

বাগুইআটি কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে ১৪ দিনের সিআইডি হেফাজত

বাগুইআটি জোড়া খুনের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে ১৪ দিনের সিআইডি হেফাজতে পাঠাল বারাসত আদালত । শুক্রবার দুপুরে ধৃত সত্যেন্দ্রকে কড়া নিরাপত্তায় বারাসত আদালতে পেশ করেন সিআইডির আধিকারিকরা । বাদী ও বিবাদী দু’পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শুনে এদিন বিচারক মূল অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে দেন । ধৃত সত্যেন্দ্রকে ১৪ দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত ৷ এর আগে বাগুইআটি জোড়া খুন কাণ্ডে ধৃত চার সুপারি কিলারকেও ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল বারাসত আদালত । পরবর্তী সময়ে সিআইডি বাগুইআটি কাণ্ডের তদন্তভার হাতে নিলে পুলিশি হেফাজতে থাকা ওই চার সুপারি কিলারকে তুলে দেওয়া হয় তাঁদের হাতে । প্রসঙ্গত, বাগুইআটিতে অপহৃত দুই স্কুল ছাত্রকে খুনের ঘটনার পরপরই চার সুপারি কিলার অভিজিৎ বসু, শামিম আলি, সাহিল মোল্লা ও দিব‍্যেন্দু দাসকে গ্রেফতার করেছিল পুলিশ । কিন্তু, জোড়া খুনের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে কিছুতেই গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না । মোবাইলের সিম পাল্টিয়ে নিজের আস্তানা পরিবর্তন করছিলেন তিনি । যার ফলে তাঁর নাগাল পেতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছিল তদন্তকারী অফিসারদের ।