জেলা

আসানসোল কাছে লাইনচ্যুত বর্ধমান বোকারো প্যাসেঞ্জার

আসানসোল স্টেশনের কাছে লাইনচ্যুত বর্ধমান বোকারো প্যাসেঞ্জার। লাইনচ্যুত একটি কামরা। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আসানসোল স্টেশন ছাড়ার পরই লাইনচ্যুত হয় বর্ধমান বোকারো প্যাসেঞ্জার। জানা যায়, বর্ধমান-পুরুলিয়া-বোকারো প্যাসেঞ্জার আসানসোল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম ছাড়ার পরই লাইনচ্যুত হয়ে যায়। অর্থাৎ মেন লাইন থেকে আদ্রা লাইনে যাওয়ার সময় হয় এই ঘটনাটি ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটিকে ইয়ার্ডে নিয়ে চলে যায়। যাত্রীদের প্লাটফর্মে মানিয়ে দেওয়া হয়। পুরুলিয়া ও বোকার বা আদ্রা কিভাবে যাবেন, তা নিয়ে যাত্রীদের  বিক্ষোভ শুরু হয় আসানসোল স্টেশনে। এরপর, রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, আসানসোল থেকে পুরুলিয়া যাওয়ার একটি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে কিছুক্ষণের মধ্যে।  অন্যদিকে এই ঘটনার জন্য আসানসোলগামী লোকাল ট্রেন  বাতিল করা হয়েছে। তার বদলে হাওড়া-ধানবাদ কোল্ডফিল্ড সুপারফাস্ট ট্রেনকে প্রত্যেক স্টেশনে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল।