লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটপর্ব চলছে রাজ্যের ৭টি কেন্দ্রে। এর মধ্যে পাখির চোখ ব্যারাকপুর কেন্দ্র। পার্থ-অর্জুন যুযুধান দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। ভোটের দিন সকাল থেকেই ভিন্ন মুডে দেখা গেল দুই নেতাকে। ভোটের দিন সকালে নৈহাটি বড় মা কালী মন্দিরে পুজো দিতে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সকাল থেকে হালকা মেজাজেই রয়েছেন তিনি। সকাল থেকে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবেই চলছে বলে জানান তিনি। তবে, এই কেন্দ্রে অনেক বুথেই বিজেপি এজেন্ট খুঁজে পাচ্ছে না বিজেপি বলে কটাক্ষ করেন তিনি। পার্থ বলেন, ‘অনেক বুথেই বিজেপি এজেন্ট পাচ্ছে না। আমার কাছে কাল রাতেও ফোন এসেছিল। শুনেছি, অনেককে টাকা অফার করছে এজেন্ট হওয়ার জন্য। তাতেও রাজি হচ্ছে না। আমি কি করবো?’ পার্থ জানান, ব্যারাকপুরের মানুষ আর ‘গুন্ডারাজ’ চাইছেন না, তাঁরা শান্তির পক্ষে রয়েছেন, সেই মতোই এবার নির্বাচন সম্পন্ন হবে বলে জানান তিনি। এবারও সকাল সকাল নিজের বাসভবন থেকে ভোট কেন্দ্রের দিকে পায়ে হেঁটে গেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তিনি এবারেও একশোশতাংশ আশাবাদী এই নির্বাচনে জয়ী হবেন।