কলকাতা

রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র

এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা করেছে পুলিশ তা জানতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী। একইসঙ্গে নিরাপত্তা ও রক্ষাকবচ চেয়েও আবেদন করেছেন তিনি। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে।জানা গিয়েছে, সন্দেশখালিতে স্টিং ভিডিওকাণ্ডে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে অভিযোগ দায়ের হয়েছে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও। সম্প্রতি স্টিং ভিডিওটিতে দেখা যায়, রেখা ২ হাজার টাকার বিনিময়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন পুলিশের কাছে ও জবানবন্দিও দিয়েছিলেন। বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের দাবি, সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটেনি। সব অভিযোগ সাজানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই পরিস্থিতিতে বিজেপি প্রার্থী রেখা পাত্র আদালতে আবেদন জানিয়ে বলেছেন, তাঁর বিরুদ্ধে যেন কড়া আইনি পদক্ষেপ না করা হয়। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে কটা মামলা রয়েছে, তাও আদালতের কাছে জানতে চেয়েছেন তিনি।অন্যদিকে এদিন আদালতের দ্বারস্থ হয়েছেন রেখার ঘনিষ্ঠ পিয়ালি দাস। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বৃহস্পতিবার তাঁর মামলার শুনানি হবে। গত মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছিলেন পিয়ালি দাস। তাঁর বিরুদ্ধে সাদা কাগজে সন্দেশখালির মহিলাদের দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন। কিন্তু আদালত জামিনের আবেদন খারিজ করে দিয়ে ওই বিজেপি কর্মীকে সাত দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়