খেলা

গৌতম গম্ভীরেই আস্থা, নয়া কোচের নাম ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ

সমস্ত জল্পনার অবসান ৷ টিম ইন্ডিয়ার নতুন কোচ হচ্ছেন গৌতম গম্ভীর-ই। মঙ্গলবার সন্ধেয় ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ। সদ্য টি-20 বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে ভারতীয় দলের কোচের পদে মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের ৷ এদিন ‘দ্য ওয়াল’-এর স্থলাভিষিক্ত হলেন ভারতের জোড়া বিশ্বজয়ের নায়ক গম্ভীরকে ৷ গৌতম গম্ভীর যে রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলাতে চলেছেন, বেশ কিছুদিন ধরেই দানা বেঁধেছিল সেই জল্পনা ৷ কিন্তু সরকারি ঘোষণার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ মঙ্গলবারের সন্ধেয় চলে এল সেই কাঙ্খিত ঘোষণা ৷ গৌতম গম্ভীরকে নয়া কোচ হিসেবে ঘোষণা করে জয় শাহ এদিন সোশাল মিডিয়ায় লেখেন, “অনাবিল আনন্দের সঙ্গে গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের নয়া কোচ হিসেবে ঘোষণা করছি আমি ৷ আধুনিক ক্রিকেটের বিবর্তন হচ্ছে খুব দ্রুত ৷ আমার মনে হয় গম্ভীর সেই পরিবর্তনের খুব কাছ প্রত্যক্ষ করেছে ৷” জয় শাহ আরও জানান, “কেরিয়ারে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন গম্ভীর ৷ তাই ভারতীয় ক্রিকেটের অগ্রগতির জন্য তিনিই উপযুক্ত ৷” অবিচল লক্ষ্য এবং অগাধ অভিজ্ঞতাকে সম্বল করেই যে প্রাক্তন ক্রিকেটার ভারতীয় কোচের পদে আসীন হলেন, তাও স্পষ্ট করেছেন শাহ ৷ চলতি মাসের শেষে শ্রীলঙ্কায় শুরু হতে চলা সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজই হতে চলেছে গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট ৷