জেলা

ছাত্র সমাজ-এর ডাকে নবান্ন অভিযানে গিয়ে গ্রেফতার দুর্গাপুরের বিডিও অফিসের কর্মীকে সাসপেন্ড করে দিলেন জেলাশাসক

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকে নবান্ন অভিযানে গিয়েছিলেন তিনি। সেখানে অশান্তির অভিযোগে তাঁকে গ্রেফতারও করেছিল পুলিশ। পশ্চিম বর্ধমানের বিডিও অফিসের সেই কর্মীকে এ বার সাসপেন্ড করা হল। বৃহস্পতিবার এই সংক্রান্ত জেলাশাসকের চিঠি তুলে দেওয়া হয়েছে শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাতে। নবান্ন অভিযানে তাঁকে গ্রেফতার করেছিল হাওড়া থানার পুলিশ। জেলা প্রশাসনের এই পদক্ষেপকে ‘বেআইনি’ বলে মন্তব্য করেছেন শুভঙ্কর। দুর্গাপুরের কাঁকসার বিডিও অফিসের নির্বাচনী কার্যালয়ের কর্মী শুভঙ্কর। পশ্চিম বর্ধমানের জেলা সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক তিনি। গত ২৭ অগস্ট আরজি করের ঘটনার প্রতিবাদে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, তাতে যোগ দিয়েছিলেন শুভঙ্কর। বৃহস্পতিবার তাঁকে সাসপেন্ড করা হয়েছে। জেলাশাসকের চিঠিতে জানানো হয়েছে, গত ২৮ অগস্ট থেকেই এই নির্দেশ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত শুভঙ্কর সাসপেন্ড থাকবেন।নবান্ন অভিযানের দিন গ্রেফতার হয়ে পরে জামিন পেয়ে যান শুভঙ্কর। গত ৩ সেপ্টেম্বর তিনি আবার কাজে যোগ দেন। অভিযোগ, তাঁকে দু’বার কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই সাসপেন্ড করা হয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে আইনের পথে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শুভঙ্কর।