দেশ

অভিষেকের সফরের আগেই ত্রিপুরাতে তৃণমূল পোস্টার-ব্যানার-ফ্লেক্স ছিঁড়ে দিল বিজেপি!

ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দোপাধ্যায়ের। অভিষেকের সফরের আগেই আগরতলা বিমানবন্দর থেকে আগরতলা শহর অবধি একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগানো হয়েছিল পোস্টার, ব্যানার, ফ্লেক্স। যদিও সেই সব পোস্টার,ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ ত্রিপুরা তৃণমূল নেতৃত্বের। অভিযোগের তির বিজেপির দিকে। এই সব আচরণ করে তাদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যাবে না বলে অবশ্য জানাচ্ছেন ত্রিপুরার তৃণমূল নেতা আশিষলাল সিংহ। সোমবার সকাল থেকেই অবশ্য ত্রিপুরা জুড়ে উত্‍সাহ নিয়ে রাস্তায় নেমেছেন তৃণমূলের কর্মীরা। কোভিড প্রটোকল মেনেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অভিবাদন জানাতে প্রস্তুত তারা। তবে আইপ্যাকের ঘটনার পরে ইতিমধ্যেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছেন কোভিড প্রটোকল মেনেই মেপে-বুঝে পা ফেলতে। এদিন অবশ্য দেখা যাচ্ছে মোড়ে মোড়ে উত্‍সাহীত তৃণমূল কর্মীরা হাজির হয়েছেন। আগরতলা থেকে অভিষেক বন্দোপাধ্যায় যাবেন সিপাহীজলা হয়ে উদয়পুর মাথাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানেই তিনি পুজো দেবেন। ত্রিপুরার মানুষের বিশ্বাস ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়েই যে কোনও শুভ কাজ করা হয়। তৃণমূল নেতা আশিষলাল সিংহ অবশ্য জানাচ্ছেন, বিপ্লব দেবের ছবির পাশেই দেওয়া হয়েছিল অভিষেকের পোস্টার। এভাবে বিজেপি শাসিত রাজ্যে কেউ ওনাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন এটা ওরা ভাবতে পারেনি। তাই ফ্লেক্স-পোস্টার ছিঁড়ে দিচ্ছে। কিন্তু এভাবে আমাদের আটকানো যাবে না। তবে শুধু অভিষেকের পোস্টার নয়। ছিঁড়ে ফেলা হয়েছে ‘দিদিকে চাই’ লেখা পোস্টারও। আগরতলা থেকে উদয়পুর অবধি যাতায়াতের রাস্তারও একই ছবি।  অন‍্যদিকে, ফ্লেক্স ছিঁড়ে দেওয়ায় ঘটনায় প্রতিবাদ জানিয়ে ট‍্যুইট করেছেন বিভিন্ন তৃণমূল নেতারা। তীব্র প্রতিবাদ জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং কাকলি ঘোষ দস্তিদাররা।