ডাক্তারদের কনফারেন্সে স্বল্পবসনা তরুণীর বেলি ডান্স। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ)। তাতে দেখা যাচ্ছে পানীয় হাতে তাঁকে সঙ্গ দিচ্ছেন ডাক্তাররা। ছিলেন বেশ কয়েকজন প্রবীণ ডাক্তারও। ছোঁয়ারও চেষ্টা করছেন। আরজি কর কাণ্ডের আবহে এই ঘটনাকে কটাক্ষ কুণাল ঘোষের। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ৪৭ তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হল দুর্গাপুরে ১৯ এবং ২০ তারিখে। কোলন (colon) এবং রেক্টাল (rectal) ডক্টরস এসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। ঘটনাচক্রে আরজিকর হাসপাতালের দুই প্রাক্তনী এর এক্সিকিউটিভ কমিটি সদস্য। ডাক্তাররাও তো মানুষ, প্রতিবাদেও আছেন, উৎসবেও আছেন, তারই উদাহরণ এই ভিডিও । ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। মন্তব্যের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। এক জন কটাক্ষ করে লিখেছেন, “আমি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাছ থেকে জানতে চাই, কয়েক জন ডাক্তার-রাএ ভাবে এক জন মহিলার সঙ্গে নাচ কি কোনও বিশেষ চিকিৎসা প্রশিক্ষণের অংশ?” সমাজমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ পুরো ঘটনাটিকে ‘দুঃখজনক’, ‘ঘৃণ্য’ এবং ‘অশ্লীল’ বলেও মন্তব্য করেছেন।অনেকে দাবি তুলেছেন, চিকিৎসকেরা মত্ত অবস্থায় ওই কাণ্ড ঘটিয়েছেন। যদিও কে সম্মেলনে নাচাগানার আয়োজন করেছিলেন তা প্রকাশ্যে আসেনি।