বুধবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শেষ হল। বিক্ষিপ্ত কিছু জায়গায় গোলমাল হলেও ভোটপর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবেই মিটেছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দিন শেষে মোট ভোট পড়েছে ৬৯.২৯%। সবথেকে বেশি ভোট পড়েছে তালড্যাংড়া বিধানসভা কেন্দ্রে। বিকেল পাঁচটা পর্যন্ত এখানে ভোট পড়েছে মোট ৭৫.২০%। বুধবার সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। আজ সকাল থেকেই সিতাইতে মোতায়েন ছিল ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৮টি QRT। মাদারীহাট ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৮৪টা QRT, নৈহাটি ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৮ টা QRT,হাড়োয়া ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭০টা QRT, মেদিনীপুর ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭০টা QRT, তালডাংরা ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৯৪টা QRT। হাড়োয়া 200 নং বুথের অভিযোগ শুনে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে পোলিং স্টেশনের ভেতরের পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার দাবি, বুথের ভেতরে জায়গা সীমিত, তবে যে অভিযোগ উঠছে, ইভিএম রাখার জায়গা নিয়ে, তা পুরোপুরি ভিত্তিহীন। EVM ঠিক জায়গায় আছে। কমিশনে অভিযোগ জমা পড়তেই, জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার যথাক্রমে-
সিতাই- ৬৬.৩৫%
মাদারিহাট- ৬৪.১৪%
নৈহাটি- ৬২.১০%
হাড়োয়া- ৭৩.৯৩%
মেদিনীপুর- ৭১.৮৫%
তালড্যাংড়া- ৭৫.২০%